• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে-দুদু

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ১৪, ২০২৫
তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে-দুদু

যুক্তরাজ্যের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক দেশের রাজনৈতিক ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।শামসুজ্জামান দুদু বলেন, উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে সংকট কেটে যাওয়ার এই বৈঠক দেশের রাজনৈতিক ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। এখন দেশের রাজনৈতিক দলগুলোর একটাই চাওয়া দেশে একটি সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়। সে জন্য দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে গণতন্ত্রের ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। বিএনপির  ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জুলাইয়ের আন্দোলন তখনই পূর্ণতা পাবে যখন দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।