• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু আর নেই

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ১৫, ২০২৫
গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু আর নেই

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন। আজ রবিবার বিকেল ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। মুহাম্মদ উল্লাহ মধু বলেন, মোস্তফা মোহসীন মন্টু অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। শেষ মুহূর্তে ছিলেন লাইফ সাপোর্টে। বিকেল ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রাজধানীর কাঁটাবন ঢাল বাইতুল মামুর জামে মসজিদ আজ রাত রাত ৯টায় মোস্তফা মোহসীন মন্টুর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক।