শ্রীলংকার বিপক্ষে গলে আগামী পরশু শুরু হচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট। এই টেস্ট দিয়ে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হতে যাচ্ছে। এই মাঠে সুখস্মৃতি আছে বাংলাদেশের ক্রিকেটারদের। আসন্ন টেস্টে স্কোয়াডে থাকা মুশফিকুর রহমান এই মাঠেই পেয়েছিলেন ডাবল সেঞ্চুরি। আগামী পরশু শুরু হতে যাওয়া ম্যাচে উইকেট কেমন হবে, সেটি নিয়েও আছে কৌতুহল।আজ রবিবার সংবাদ সম্মেলনে এসে উইকেট সম্পর্কে একটা ধারণা দিলেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স, উইকেটটা দেখতে ভালোই লাগছে। আগামীকাল আরেকটু রোল আর কাট হলে আসল চেহারা বোঝা যাবে। এখানে সব সময়ই স্পিন ধরে, প্রশ্নটা শুধু কতটা ধরবে। অভিজ্ঞ মুশফিককে নিয়েও কথা বলেছেন সিমন্স, আমি চাই সে যেন খেলাটা উপভোগ করে। ওই ইনিংস যেমন সে আনন্দ নিয়ে খেলেছিল, এবারও যেন সেটাই করে, তা-ই চাই। মুশফিকের কাছে আলাদা কোনো প্রত্যাশা নেই সব খেলোয়াড়ের কাছেই আমার চাওয়া একই থাকবে। আজ বাংলাদেশ দল প্রস্তুতি নিলেও উপস্থিত ছিলেন না ওয়ানডে অধিনায়ক ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রথম টেস্টে তার খেলা নিয়ে তাই আছে অনিশ্চয়তা। এই অলরাউন্ডারের বর্তমান অবস্থা নিয়ে মিরাজ বলেন, গত দুই দিনে সে অনেকটাই ভালো আছে। আমরা দেখব সন্ধ্যায় ওষুধের পর সে কেমন থাকে। আশা করি, কাল অনুশীলন করতে পারবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে। মিরাজের অনুপস্থিতিকে মধুর সমস্যা হিসেবেও উল্লেখ করেছেন সিমন্স, এটা মিরাজের অসুস্থতা নিশ্চয়ই চিন্তার। তবে একজনের সমস্যা অন্যজনের জন্য সুযোগ এনে দেয়। দলের সবাই চায় মিরাজ সুস্থ হয়ে উঠুক, কিন্তু তারা এ–ও জানে, যদি মিরাজ না-ও খেলতে পারে, তাহলে অন্য কাউকে দায়িত্ব নিতে হবে। এটা সমস্যা, তবে সমস্যাটা মধুর।