• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

চাহিদা অনুযায়ী মিলছে না ট্রেনের টিকিট,তীব্র গরমে ভোগান্তিতে যাত্রীরা

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ১৫, ২০২৫
চাহিদা অনুযায়ী মিলছে না ট্রেনের টিকিট,তীব্র গরমে ভোগান্তিতে যাত্রীরা

ধারণ ক্ষমতার প্রায় অর্ধেক বগি নিয়ে খুড়িয়ে চলছে সিলেট রুটের ট্রেনগুলো। সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটের আন্তঃনগর ট্রেনগুলো চললেও চাহিদা মাফিক মিলছে না পর্যাপ্ত টিকিট। ফলে প্রতি ট্রিপে লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে রেলওয়ের। এ অবস্থায় বগির সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের। সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের।
সিলেট রেলওয়ে স্টেশনে টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘ লাইন এখন প্রতিদিনের চিত্র। বাইরে থেকে দেখলে সব কিছু স্বাভাবিক মনে হলেও, ভিতরে রেলের প্রকৃত চিত্র একেবারেই ভিন্ন-বগি সংকটে চলছে আন্তঃনগর ট্রেনগুলো।
পর্যটন নগরী হিসেবে সিলেটের গুরুত্ব দিন দিন বাড়লেও, ট্রেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তেমন হয়নি বলেই অভিযোগ যাত্রীদের। ঢাকা ও চট্টগ্রামগামী ছয়টি আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করলেও, এসব ট্রেনের বগির সংখ্যা চাহিদার তুলনায় অনেক কম। এতে করে সঠিক সময়ে টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। টিকিট পেতে স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই ফিরে যাচ্ছেন খালি হাতে। কেউ কেউ বলছেন, আগে থেকে অনলাইনে চেষ্টা করেও টিকিট পাওয়া যাচ্ছে না। আবার যারা সাধারণ শ্রেণিতে ভ্রমণ করছেন, তাদের জন্য ট্রেনে ভেতরে জায়গা না থাকায় ঠাসাঠাসি করে যাতায়াত করতে হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত রেলের বগি সংখ্যা বৃদ্ধি ও যাত্রীসেবার মান উন্নয়নের দাবি জানিয়েছে সিলেটবাসী। সিলেট রেলস্টেশনে টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়া যাত্রী সাব্বির বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও যখন টিকিট মেলে না, তখন বাধ্য হয়ে স্ট্যান্ডিং টিকিট কিনতে হয়। দীর্ঘ যাত্রায় তা কষ্টকর হয়ে ওঠে, বিশেষ করে ছোট শিশুদের সঙ্গে থাকলে ভোগান্তির মাত্রা আরও বাড়ে। একটা সিট খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ি। তাই দ্রুত বগি সংখ্যা বাড়ানোর দাবি জানাচ্ছি-এটাই যাত্রীদের কষ্ট কমানোর একমাত্র উপায়।’ আরেক যাত্রী শাহ নেওয়াজ রাসেল বলেন, ‘বাসের তুলনায় দেশে ট্রেনের যাত্রী সংখ্যা অনেক বেশি, কিন্তু সেই অনুযায়ী ট্রেনে বগি নেই। যার ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন। তবে আমরা আশাবাদী, রেল খাতে যাঁরা কাজ করছেন, তারা নিশ্চয়ই শিগগিরই এই অবস্থার পরিবর্তন আনবেন। সামনে হয়ত আরও ভালো রেলসেবা পাবো-এই প্রত্যাশা নিয়ে পথচলা।’ বগি সংকটে ক্ষুব্ধ আকলিমা বেগম বলেন, ‘এই সমস্যা আজকের না, অনেক দিনের। আমরা বারবার অভিযোগ দিয়েছি, কিন্তু সিলেটের মতো গুরুত্বপূর্ণ ও প্রবাসী অধ্যুষিত অঞ্চলের রেল খাতকে সবসময়ই উপেক্ষা করা হয়েছে। টিকিটের চাহিদা থাকলেও যথাযথ সেবা মিলছে না। অথচ এখানে রেলের সম্ভাবনা অনেক। দ্রুত বগি বাড়ানো না হলে যাত্রীদের দুর্ভোগ বাড়তেই থাকবে। তাই আমরা চাই-সিলেটের যাত্রী চাহিদা বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেয়া হোক।’ সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, রেলওয়ের এমন করুণ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দীর্ঘদিন ধরে আমরা যাত্রী হিসেবে অভিভাবকহীন অবস্থায় আছি। একের পর এক সংকটে পড়ে দিন পার করছি। কবে এই অবস্থার পরিবর্তন হবে, সেটাই এখন সময়ের দাবি।