প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় বাবা দিবস। আজ রবিবার- বিশ্ব বাবা দিবস। এদিন সন্তানেরা তাদের বাবাকে শ্রদ্ধায়, ভালোবাসায়, আবেগে আর স্মৃতিতে খুঁজে ফেরে। বাবাকে চমকে দিতে নানা আয়োজনও করে থাকেন সন্তনরা। যার কিছুটা হলেও আঁচ পাওয়া যায় সামাজিক মাধ্যমে। দিনটিতে অনেকেই লিখছেন বাবাকে নিয়ে। তবে কোনো একটি বিশেষ দিনে বাবা-মাকে শ্রদ্ধা, ভালোবাসা বা স্মরণে রাখতে চান না চিত্রনায়ক জায়েদ খান। তার মতে, বাবা-মায়ের আবার দিবস কী? এক ফেসবুক পোস্টে চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন, বাবা-মা এর কোনো দিবস হতে পারে না। বাবা-মায়ের আবার দিবস কী। ছেলে মেয়েরা বাবা-মাকে এত ভালোবাসলে বৃদ্ধাশ্রমে বাব-মা থাকতো না। আমরা অমানুষ আমরা আমাদের বাবা-মাকে যথার্থ ভালোবাসতে পারিনি, তারা যেভাবে আমাদের লালন পালন করেছেন। আমাদের মা-বাবাই আমাদের জান্নাত। বাবা-মাকে সেবা করার ভাগ্য সবার জোটে না। জায়েদ খান আরও লিখেছেন, আজ নাকি বাবা দিবস। আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, যাওয়ার আগে এভাবেই সারা রাত হাত ধরে ছিলাম, আমার চোখের পানি গড়িয়ে বাবার হাতের উপর পড়ল, বাবা অক্সিজেন মাস্ক পড়েও আমার চোখের পানি পড়াটা টের পেল, মাস্ক খুলে আমাকে বলল- বাবা কান্না কইরো না। বাবার সেই কথাটা এখনও কানে বাজে। আল্লাহ পৃথিবীর সকল বাবা-মাকে ভালো রাখুক। আর তোমরা কেউ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিও না। এত বড় পাপ করো না। বলা দরকার, ২০২০ সালে ৩১ ডিসেম্বর বাবা এম এ হককে হারিয়েছেন জায়েদ খান। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আর জায়েদ খান তার মাকে হারিয়েছেন ২০২১ সালে ২৭ ডিসেম্বর।