• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে শান্তিগঞ্জে উপজেলায় যুবদল নেতা নিহত,আটক ১

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ১৫, ২০২৫
সুনামগঞ্জে শান্তিগঞ্জে উপজেলায় যুবদল নেতা নিহত,আটক ১
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পারিবারিক জমি বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৪০) নামে একজন যুবদল নেতা নিহত হয়েছেন। আজ রবিবার (১৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে বস্তা ফেলার ঘটনাকে কেন্দ্র করে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম জামলাবাজ গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে এবং স্থানীয় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নজরুল ইসলাম ও তার চাচাতো ভাই তাজ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। রবিবার সকালে বাড়ির সীমানায় বস্তা ফেলা নিয়ে নজরুলের মা আফতাবজান বানু ও তাজ উদ্দিনের পরিবারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় নজরুল ইসলামের বুকে সুলফির (ধারালো অস্ত্র) আঘাত লাগে। তার ভাই জালাল হোসেনও গুরুতর আহত হন। স্থানীয়রা আহত দুই ভাইকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। তার ভাই জালাল হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন“জমি সংক্রান্ত বিরোধ থেকে এই সংঘর্ষের সূত্রপাত। নজরুল ইসলাম ঘটনাস্থলে গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।” ঘটনার পর জামলাবাজ গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় টহল জোরদার করেছে যাতে করে নতুন করে কোনো সহিংসতা না ঘটে।