• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

শ্রীলংকায় কী করছেন বিদ্যা সিনহা মিম

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ১৭, ২০২৫
শ্রীলংকায় কী করছেন বিদ্যা সিনহা মিম

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম যেন একটু বেশিই ঘুরে বেড়াতে পছন্দ করেন। যার প্রমাণ মেলে তার ফেসবুকে। গত ঈদে পরিবার নিয়ে নায়িকা গিয়েছিলেন থাইল্যান্ডে। এবার কোরবানির ঈদের ছুটিতে তাকে পাওয়া গেছে শ্রীলংকায়। পাহাড়, হ্রদ আর সবুজে ঘেরা রিসোর্টে কাটানো প্রতিটি মুহূর্তই তিনি ভাগ করে নিচ্ছেন তার অনুসারীদের সঙ্গে।প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ শ্রীলংকার কন্দালামা হ্রদের পাশে অবস্থিত একটি অভিজাত রিসোর্টে স্বামী সনি পোদ্দারের সঙ্গে সময় কাটাচ্ছেন মিম। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিগুলোর একটিতে দেখা যাচ্ছে- রিসোর্টের ইনফিনিটি পুলে সাঁতার কাটছেন তিনি, একপাশে পাহাড় আর অন্যপাশে হ্রদ। প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দিয়েছেন এই তারকা, যেন বাস্তব আর স্বপ্নের মাঝে মিশে গিয়েছেন। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেও ধরা পড়ে সেই আবেশ। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম লিখেছেন, যখন প্রকৃতি তোমার হাতের তালুতে পুরোপুরি এসে যায়। ছবির সঙ্গে তার এই বাক্য যেন অনায়াসে মিলে যায়- একটি নিখুঁত মিলনমুহূর্ত।এদিকে, অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে রায়হান রাফীর পরিচালনায় ‘দামাল’ সিনেমায়। যা মুক্তি পায় ২০২২ সালে। তার আগে একই পরিচালকের ‘পরাণ’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। যদিও ‘পরাণ’র পর আরও অনেক প্রস্তাব পেলেও পছন্দসই স্ক্রিপ্ট না পাওয়ায় নতুন প্রজেক্টে এখনও নাম লেখাননি তিনি।