• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট গাড়িসহ ছিনতাই হওয়া মালামাল উদ্ধার আটক ২

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ১৮, ২০২৫
সিলেট গাড়িসহ ছিনতাই হওয়া মালামাল উদ্ধার আটক ২

সিলেট নগরীর চৌকিদেখী এলাকায় বাসার ভেতর থেকে ছিনতাইকৃত পিকআপ ভ্যান ও ৩২ বস্তা চিনিসহ দুইজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার  ১৭ জুন সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন চৌখিদেখী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃত হলেন- সিলেটের গোলাপগঞ্জ টিকরপাড়া এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে জামিল আহমেদ (৩০) ও  সিলেটের এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী ১নং গলির বাসার জালাল উদ্দিনের ছেলে মোঃ রনি (২৪)। জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) বিকাল ৫টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন কালিঘাটস্থ মেসার্স আরাফাত ট্রেডার্স হতে ৩২ বস্তা ফ্রেশ চিনি (যার মূল্য ১ লাখ ৬১ হাজার ৬০০ টাকা) ক্রয় করে একটি পিকআপ যোগে কর্মচারী রয়েল চন্দ্র সরকার (২৭) ও চালক আলী হোসেন (২৫) পণ্য পরিবহনের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন চৌখিদেখী পেট্রোল পাম্পের সামনে পৌঁছামাত্র একটি কালো রঙের প্রাইভেটকারে থাকা চারজন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পিকআপ থামিয়ে ড্রাইভার ও কর্মচারীকে জোরপূর্বক নামিয়ে দেয়। তাদের নিকট হতে মালামাল ক্রয়ের জন্য রাখা নগদ ২৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং চিনি বোঝাই পিকআপটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে, খবর পেয়ে এয়ারপোর্ট থানাপুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে চৌকিদেখী ৮৯/২ নম্বর বাসার বাউন্ডারির ভেতর থেকে ছিনতাইকৃত ৩২ বস্তা চিনি, পিকআপ ভ্যান ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করে। এ সময় দুইজন ছিনতাইকারীকে আটক করা হয়। সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছিনতাইয়ের খবর পেয়ে এয়ারপোর্ট থানাপুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। এ সময় দুইজন ছিনতাইকারীকে আটক করা হয়। উক্ত ঘটনার এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে। আটককৃত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।