• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

আলোচনা নয়, ইউরোপীয়দের বক্তব্য শুনতে জেনেভায়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ২০, ২০২৫
আলোচনা নয়, ইউরোপীয়দের বক্তব্য শুনতে জেনেভায়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবার (২০জুন): ইসরায়েল যখন ইরানজুড়ে একের পর এক হামলা চালাচ্ছে, সেই সময়ে জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে তিনি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন। জেনেভায় উপস্থিতির বিষয়ে আব্বাস আরাঘচি বলেন, আমি ইউরোপীয়দের বক্তব্য শুনতে এখানে এসেছি, আলোচনায় অংশ নিতে নয়। যতক্ষণ হামলা চলছে, ততক্ষণ আমাদের আলোচনায় বসার প্রশ্নই উঠে না। তবে একই সঙ্গে ইরান বার্তা দিচ্ছে, তারা কূটনৈতিক পথ একেবারে বন্ধ করে দিচ্ছে না। আরাগচির জেনেভায় উপস্থিতি তারই ইঙ্গিত। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আরও বলেন,  আমরা প্রতিদিন লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছি। এই অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে না। তিনি স্মরণ করিয়ে দেন,  এরই মধ্যে আমরা আমেরিকার সঙ্গে কূটনৈতিক আলোচনার মধ্যে ছিলাম। ষষ্ঠ দফা আলোচনা নির্ধারিত ছিল। কিন্তু ইসরায়েলি হামলার কারণে তা স্থগিত হয়ে গেছে। ইরানি জানিয়েছে, তারা এই হামলা অব্যাহত থাকাকালীন আলোচনায় বসবে না। এবং পাল্টা হামলা এবং প্রতিশোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানায় ইরান।