• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজ, ১০ নারী-পুরুষ আটক

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ২০, ২০২৫
সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজ, ১০ নারী-পুরুষ আটক

শুক্রবার(২০ জুন): সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ২০জুন বিকেলে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানাধীন ‘আল-তকদির আবাসিক হোটেলে’ অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চার নারী ও তিন পুরুষসহ মোট সাতজনকে আটক করা হয়। ওই দিন রাতে আরেক অভিযানে কোতোয়ালি মডেল থানার ওসমানী মেডিকেল রোডের ‘রজনীগন্ধা আবাসিক হোটেল’ থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই পুরুষ ও একজন নারীকে আটক করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।