• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

আ.লীগ ও ইসকন সদস্যকে পুনর্বাসনের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ২১, ২০২৫
আ.লীগ ও ইসকন সদস্যকে পুনর্বাসনের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

শনিবার(২১জুন): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশকে অবাঞ্ছিত ঘোষণা করে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ ছাত্র-জনতা। শুক্রবার ২০জুন দিবাগত রাত সোয়া ১০টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতার দাবি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ আওয়ামী লীগকে পূর্ণবাসন করছেন। এজন্য তারা আওয়ামী লীগের পুনর্বাসনকারী হিসেবে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘এক দুই তিন চার, প্রীতম তুই গাদ্দার’, ‘বয়কট বয়কট, প্রীতম দাশ বয়কট’ ইত্যাদি স্লোগান দেন। এ সময় বক্তব্য দেন জাবেদ রহমান, শাহ উসমান আলী জাকি, রাজমিন জেনি, মাসনুন আলামিন, রাজন ভূইয়া, মামুন রহমান রাজু, ফাহিম আহমদ জনি। আন্দোলনকারী রুহুল আমীন বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে মাঠে যারা কাজ করেছে তাদের সঙ্গে পরামর্শ না করে প্রীতম দাস কমিটি দিয়েছেন। এই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে খালেদ হাসানকে দেওয়া হয়েছে। সে আওয়ামী লীগের দালাল, তার আওয়ামী লীগের সঙ্গে চলাফেরা, আওয়ামী লীগের অর্থায়নে সে এই কমিটিতে প্রীতম দাশের মাধ্যমে জায়গা পেয়েছে। তিনি বলেন, কমিটিতে আওয়ামী লীগের আরেক দালাল ইসকনের সদস্য প্রলয় বিশ্বাসকে স্থান দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রীতম দাশ আওয়ামী লীগ এবং ইসকনকে পুনর্বাসন করছেন। আমরা তার এই হীন প্রচেষ্টার প্রতিবাদ জানাচ্ছি।