শনিবার (২১ জুন):‘গাছ লাগান, জীবন-প্রকৃতি ও পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ পালন করেছে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেট। শুক্রবার (২০ জুন) সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের লাক্কাতুরা চা বাগানস্থ লাক্কাতুরা প্রাথমিক বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেট এর সভাপতি বিক্রম রায় এর নেতৃত্বে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), জামালপুর সরকারি টেনিক্যাল স্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টর মো. আবুবকর সিদ্দিক এবং সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের মহিলা মেম্বার দিপালী গোয়ালা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেটের সাধারণ সম্পাদক সমিত গঞ্জু, সদস্য অষ্টমী লোহার, আনিকা দাস, দিয়া দেব পুষ্পা, পুর্নতা লোহার, সুসমিতা আচার্য্য, রিতিকা আচার্য্য, নিশিতা লোহার, মো. মোবাসেল মিয়া, অভিমান দাস, সৃষ্টি আচার্য্য, নন্দিনী লোহার, সূর্য দাস, প্রশান্ত সবর, নিলয় দাস, সঞ্জিব চাষা, পরান দাস, অপুর্ব দাস প্রমুখ। অতথিবৃন্দ স্কুলের আঙ্গিনায় বেশ কয়েকটি পেয়ারা গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা সবাইকে প্রতি বছর বনজ, ফলজ এবং ঔষধি গাছের চারা রোপণ, বৃক্ষের যথাযথ যত্ন ও পরিচর্যা করার পরামর্শ দিয়েছেন। এছাড়া সবাইকে বাংলাদেশ বেতার সহ অন্যান্য আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান শোনা, চিঠি বা ই-মেইল লিখে মতামত জানাতে উৎসাহ দিয়েছেন। বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম মেরাজ, প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী ও শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল লাক্কাতুরা চা বাগান ইউনিটের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।