• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

ডিবি কার্যালয়ে সাবেক সিইসি এ কে এম নুরুল হুদা

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ২২, ২০২৫
ডিবি কার্যালয়ে সাবেক সিইসি এ কে এম নুরুল হুদা

রবিবার(২২জুন): সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেপ্তারের পর উত্তরা পশ্চিম থানা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক সিইসি নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। এদিকে, আজ সন্ধ্যায় রাজধানীর উত্তরায় এ কে এম নুরুল হুদাকে আটক করে জুতাপেটা করে উত্তেজিত জনতারা। পরে জুতার মালা পরিয়ে তাকে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, রবিবার সকালেই বিএনপি শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করে। যেখানে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী তিন নির্বাচন কমিশনের সাবেক প্রধান কমিশনারদের অভিযুক্ত করা হয়। মামলায় সাবেক সিইসি কাজী রকিব উদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও বর্তমান সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। মামলার পর সন্ধ্যায় নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।