
রবিবার (২২জুন): দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেইট বিএনপি’র উপদেষ্টা দিলদার আহমদ চৌধুরী কচি-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহত্তর দাউদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যোগে গত ২১ জুন শনিবার রাতে দাউদপুর গ্রামে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
দাউদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আতাউর রহমান আতা’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা এম এ মালিক বলেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এ দলে একাধিক প্রার্থী থাকবে। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে।
সিলেট জেলা বিএনপি’র সহ তাঁতী বিষয়ক সম্পাদক শামসুর রহমান শামীমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল।
বক্তারা বলেন, দিলদার আহমদ চৌধুরী কচি বিএনপি’র নিবেদিত প্রাণ। দাউদপুর ইউনিয়ন বিএনপিকে তিনি যেভাবে সুসংগঠিত করে রেখেছিলেন ঠিক তেমনি জনপ্রতিনিধি হয়ে এই দাউদপুর ইউনিয়নকে সমুন্নত করে ছিলেন। দল ও সমাজের প্রতি তার অবদান এ অঞ্চলের মানুষ আজীবন মনে রাখবে।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সংবর্ধিত অতিথি দিলদার আহমদ চৌধুরী কচি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক সায়েদুল হক সুহেল, দাউদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওলিউর রহমান, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, সামছুল হক মসুদ, শেখ বাবরুল হোসেন, আলকাছ আলি, আব্দুর রহমান সাচ্চু, এখলাছ উদ্দিন, আব্দুল বাছিত, বদরুল ইসলাম বদই, জামাল আহমদ, আব্দুল মালিক, আজিজুর রহমান লায়েক, আলি আহমদ, আব্দুল মুকিত জাহাঙ্গীর, হিরা মিয়া, ফখর উদ্দিন, লিটন আহমদ, পিয়ার মাহমুদ, মাসুম আহমদ রামিম, সায়দুল হাসান লিটন, খলকুজজামান খলকু, সাহেদ আহমদ, গিয়াস আহমদ, শরিফ উদ্দিন, মোন্না আহমদ, আলেখ মিয়া, হাবিবুর রহমান হাবিব, সাইফুর রহমান, মারুফ আহমদ প্রমূখ।