সোনালী ডেস্ক:
২০২৫ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম/বিএমটি) ও আলিম পরীক্ষা উপলক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে গনমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তারা। গণ বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০২৫ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম/বিএমটি) ও আলিম পরীক্ষা উপলক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, গান বাজনা, ঢাকঢোল বাজানো, লাউড স্পীকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর ইত্যাদি বহন/ব্যবহারসহ শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোনো কাজ করা নিষিদ্ধ করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। এই আদেশ আগামি ২৬ জুন/২০২৫ খ্রি. হতে ১০ আগস্ট/২০২৫ খ্রি. পর্যন্ত প্রতিদিন পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজি) মোঃ রেজাউল করিম পিপিএম-সেবা। তিনি বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই আদেশ আগামি ২৬ জুন/২০২৫ খ্রি. হতে ১০ আগস্ট/২০২৫ খ্রি. পর্যন্ত প্রতিদিন পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।