• ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৩৯ জনকে পুশইন

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ২৪, ২০২৫
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৩৯ জনকে পুশইন

সোনালী ডেস্ক:

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৩৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২৪ জুন) ভোরে বিজিবির সদস্যরা দুই সীমান্ত থেকে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপি এলাকা দিয়ে ভোররাতে ১৯ জন নারী, পুরুষ ও শিশুকে কেন্দ্রী গ্রামে পুশইন করে বিএসএফ। পরে মিনাটিলা বিওপির টহল দল তাদের আটক করে।
একই সময়ে সুনামগঞ্জ জেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জন বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। সেখানেও বাগানবাড়ি এলাকায় অবস্থানরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, দুই সীমান্তে আটক ৩৯ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১৪ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এদের মধ্যে ৩৮ জন কুড়িগ্রাম জেলার এবং একজন পাবনার বাসিন্দা।
বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।