• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

সিলেট জেলা ছাত্রদলের পদপত্যাশীদের নিয়ে জরুরী নির্দেশনা

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ২৪, ২০২৫
সিলেট জেলা ছাত্রদলের পদপত্যাশীদের নিয়ে জরুরী নির্দেশনা

সোনালী ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিলেট জেলা শাখা অধীনস্থ অনুমোদনবিহীন কলেজ কমিটিগুলোর পদপ্রত্যাশীদের বিষয়ে একটি জরুরী নির্দেশনা জারি করেছে। অভিযোগ জমা দেয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়েছে বুধবার সন্ধ্যা পর্যন্ত। তাছাড়া কেউ মিথ্যা তথ্য দিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কঠোর বার্তাও জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, যেসব কলেজ কমিটিতে এখনো অনুমোদন দেওয়া হয়নি, সেসব কমিটির পদপ্রত্যাশী প্রার্থীদের বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে, তবে অভিযোগকারীদেরকে অভিযোগের সমস্ত প্রমাণসহ বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহীম কার্দি, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের নিকট স্ব-শরীরে উপস্থিত হয়ে অভিযোগ করতে বলা হয়েছে।
এ বিষয়ে সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার যৌথভাবে নির্দেশনা দিয়েছেন।
তবে নেতাকর্মীদের সতর্ক করে বলা হয়েছে, কেউ যদি মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।