
সোনালী ডেস্ক:
সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে। মঙ্গলবার ২৪জুন অনুমান ১১:৪০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ কোতয়ালী মডেল থানাধীন সিলেট নগরের বন্দর বাজারস্থ “সিটি হার্ট” হোটেলে অভিযান চালিয়ে ০৮ (আট) জন পুরুষ ও ০২ (দুই) জন নারী মোট ১০ জনকে আটক করা হয়। বুধবার ২৫জুন বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- ১।মোঃ ওয়াজিদুর রহমান (৪৭), ২। রাহুল কুড়ি (২২), ৩। মোঃ রিফাত ইসলাম (২৩), ৪। পলাশ (২২), ৫। সজিব আহম্মদ রাহি (১৯), ৬। হাসান আহম্মদ (২৪), ৭। মোঃ নুরুল ইসলাম (২৮), ৮। মোঃ আব্দুর শুক্কুর (৩০), ৯। আনিকা আক্তার রুপা (২২), ১০। আফসানা বেগম (২৩) ।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহানগর গোয়েন্দা পুলিশ কোতয়ালী মডেল আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।