সোনালী ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ মো. শাহ আলম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছেন।
বুধবার(২৫ জুন) সকাল ৮টা উপজেলার নোয়াপাড়া গ্রামে শাহ আলমের বাড়িতে অভিযান চালান সেনা সদস্যরা। এসময় তার বাড়ি থেকে ২৫০ পিস ইয়াবা, ৬০০ গ্রাম গাঁজা ও নগদ ১ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। আটক করা হয় শাহ আলমকে। তিনি নোয়াপাড়া গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় আটক শাহ আলমের বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন বাদী হয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। পুলিশ ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।