• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

কঠিন থাপ্পড় দিয়েছে আমেরিকার মুখে’ ইরান: খামেনি

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ২৬, ২০২৫
কঠিন থাপ্পড় দিয়েছে আমেরিকার মুখে’ ইরান: খামেনি

সোনালী ডেস্ক:
ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ অবসানের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ভাষণে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ‌‌সরাসরি ইরান-ইসরাইল যুদ্ধে প্রবেশ করেছে। কারণ তারা মনে করেছিল, যদি তা না হয়, তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে।

আয়াতুল্লাহ আলি খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং এক কঠিন থাপ্পড় দিয়েছে আমেরিকার মুখে।

ইংরেজি ভাষার এক বার্তায় আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ‌‌এক কঠিন থাপ্পড় মেরেছে আমেরিকার মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

তিনি বলেন, ট্রাম্প এক ভাষণে বলেছিলেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প সেই সত্য উন্মোচন করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে। কিন্তু ইরান কখনই আত্মসমর্পণ করবে না। আমাদের জাতি শক্তিশালী।

ইরানের বিরুদ্ধে যদি কেউ যদি আবারও আগ্রাসন দেখানোর চেষ্টা করে তাহলে এরজন্য চড়া মূল্য দিতে হবে বলেও হঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য চড়া হবে। ইহুদিবাদীরা (ইসরাইল) কখনও ভাবেনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে। আমাদের সশস্ত্র বাহিনী শত্রুদের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তাদের প্রাণকেন্দ্রগুলোতে আঘাত হেনেছে।