• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে র‌্যাবের জালে ’কাবু’ মাদক কারবারি আবু মিয়া

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ২৬, ২০২৫
সিলেটে র‌্যাবের জালে ’কাবু’ মাদক কারবারি আবু মিয়া

সোনালী ডেস্ক:

সিলেটে হাজার বোতল ফেনসিডিলসহ র‌্যাবের জালে পরাস্ত ‘কাবু’ হলেন কুখ্যাত মাদক ব্যবসায়ী আবু মিয়া। বসত ঘরে খাটের নিচে লুকিয়ে রাখা ১ হাজার ৩৭ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সদস্যরা।

অভিযানে আবু মিয়াকে র‌্যাবের অভিযানে কাবু করা গেলেও তার দুই সহযোগী কৌশলে পালিয়ে যায় বলে জানায় র‌্যাব।

বৃহস্পতিবার (২৬ জুন) তাকে কোম্পানীগঞ্জ থানায় মামলা দিয়ে সোপর্দ করে র‌্যাব। এরআগে বুধবার (২৫ জুন) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি টিম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের আমেরতল গ্রামে রমজান মিয়ার বসতঘরে অভিযান চালায়। এসময় আবু মিয়াকে আটক করলেও ওপর দু’জন পালিয়ে যায়।

আটকআবু মিয়া (৪৭) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাটিদল গ্রামের বাসিন্দা। বর্তমানে কোম্পানীগঞ্জ থানার নতুন জীবনপুর (গাছঘর) এলাকায় বসবাস করছিলেন। আটককালে পলাতক রমজানের ঘরের খাটের নিচে রাখা চারটি প্লাস্টিকের বস্তায় ১ হাজার ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাব বাদি হয়ে মামলা দায়েরক্রম আবু মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।পালিয়ে যাওয়া দুইজনের বিষয়ে খোঁজখবর ও ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এছাড়াও র‌্যাব-৯, সিলেট এর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।