• ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সফর, ১৪৪৭ হিজরি

গণদুশমন আ. লীগ আদি ঠিকানায় আশ্রয় নিয়েছে: মাওলানা আব্দুল হালিম

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ২৭, ২০২৫
গণদুশমন আ. লীগ আদি ঠিকানায় আশ্রয় নিয়েছে: মাওলানা আব্দুল হালিম

সোনালী ডেস্ক:

দেশে দুঃশাসনের মাধ্যমে গণদুশমনে পরিণত হওয়া ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের আদি ঠিকানা ভারতের কাছে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

তিনি বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনে পিষ্ট জনগণ আওয়ামী জুলুম-নিপীড়ন থেকে মুক্তি পেতে যে ত্যাগ কুরবানী করেছে তা ভাষাতীত। আওয়ামী ফ্যাসিবাদী আমলের ১৭ বছরে জামায়াতের ও ছাত্রশিবিরের লক্ষাধিক নেতাকর্মী দীর্ঘ সময় কারাভোগ করেছেন।

শুক্রবার (২৭ জুন) নারায়ণগঞ্জ জেলার তারাবো পৌর অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ জেলা জামায়াত আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল হালিম বলেন, বিচারের নামে প্রহসন করে জামায়াতের ১১ জন শীর্ষ নেতাকে নির্মমভাবে হত্যা করেছে। কয়েক শত নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আহত হয়ে অন্ধ, শ্রবণ শক্তিহীণ হওয়া, পঙ্গুত্বের জীবন-যাপন করছে পাঁচ হাজার নেতা কর্মী। এত জুলুম নির্যাতনের পরও জামায়াতে ইসলামীকে নত করতে না পেরে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীক নিষিদ্ধ করেছিল, কিন্ত যারা নিষিদ্ধ করেছিল তারাই আজ দেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে।

তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। তাই ঘোষিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।

জামায়াতের এই নেতা বলেন, দেশের মানুষ এমন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে-যেখানে থাকবে না কোনো অন্যায়, অনাচার, দখল, চাঁদাবাজি, গুম, খুন, ধর্ষণের মতো কদাচার, যে বাংলাদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে স্ব স্ব অধিকার ভোগ করবে।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সদস্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূইয়া, নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ-১ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লা প্রমুখ।