সোনালী ডেস্ক:
নবীগঞ্জ উপজেলার দিনারপুরে শুক্রবার দিনব্যাপী ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ কল্যাণ সমিতি, সিলেট-এর উদ্যোগে এবং সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও অ্যারিস্টোফার্মা লিমিটেডের সহযোগিতায় দিনারপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। চিকিৎসা প্রদান করেন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মো. খালেদ মোহসীন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এসএম হাবিব উল্লাহ সেলিম, নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন চৌধুরী, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. চৌধুরী ফয়জুর রব জুবায়ের, ডা. সৈয়দ জাফরুল হোসেন, ডা. মো. জমির আলী এবং ডা. মো. জাকির হোসেন রাসেল।
চিকিৎসা সেবা শেষে ‘আর নয় শুধু প্রতিকার, প্রতিরোধ হোক অঙ্গীকার’ শীর্ষক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডা. মো. খালেদ মোহসীন।
ডা. মো. খালেদ মোহসীন বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, তারা সুলভ চিকিৎসাসেবার অপেক্ষায় আছে। এই এলাকার মানুষের কথা চিন্তা করে আউশকান্দি এলাকায় একটি আন্তর্জাতিক মানের আধুনিক ও স্থায়ী হাসপাতাল স্থাপন করতে চান। তিনি জানান, এই লক্ষ্যে দেশ-বিদেশের অনেক কল্যাণকামী মানুষের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রবাসী বাংলাদেশিরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, ডা. এসএম হাবিব উল্লাহ সেলিম, ডা. চৌধুরী ফয়জুর রব জুবায়ের, ডা. সৈয়দ জাফরুল হোসেন, দিনারপুর ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি আব্দুল করিম দলা মিয়া, সদস্য শফিউল আলম বজলু, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায় এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম প্রমুখ। এছাড়াও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, সাংবাদিক ইজাজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে সন্ধানী নামক একটি সংগঠন ফ্রি ব্লাড ক্যাম্পেইন পরিচালনা করে, যা স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ও ঔষধ পেয়ে রোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।