
সোনালী ডেস্ক:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিক বলেছেন, আগামী ৭ জুলাইয়ের অনুষ্ঠানটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য। এটি আমার কোনও নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। এই দোয়া মাহফিলটিকে কেন্দ্র করে সমগ্র সিলেট বিভাগ বিএনপি এককাতারে দাঁড়িয়েছে। সকলের সহযোগীতার মাধ্যমে এই অনুষ্ঠানটিকে সফল করতে হবে।
বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় এম এ মালিকের দক্ষিণ সুরমার তেলিবাজারস্থ বাসভবনে আগামী ৭ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেটে আগমণ উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।
এম এ মালিক বলেন, সিলেট-৩ আসনে অনেকেই ইতিমধ্যেই ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে এটিই স্বাভাবিক। তবে, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোন প্রতিহিংসা কাম্য নয়। দল যাকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেবে তার জন্য আমরা সকলে এক কাতারে দাঁড়িয়ে কাজ করবো।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহ তাতী বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামীম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সিনি: সহ সভাপতি আব্দুল লতিফ খান, সহ সভাপতি নামর আলী, জিলা মিয়া মেম্বার, আজমল আলী, ছইল মিয়া, মোক্তার আহমদ, আব্দুল গফফার, ওলিউর রহমান ওলি, আমিনুর রহমান চৌধুরী সিফতা, গোলজার আহমদ, বেলাল আহমদ, জমির উদ্দিন, দেলোয়ার আলী, আনোয়ারুল ইসলাম, দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল, কুচাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সিনি: যুগ্ম আহ্বায়ক মকসুদুল করিম নুহেল, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, আব্দুল হক জগলু, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সদস্য মাছুম আলম।
সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি হাজী শাহাব উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সোনাহর আলী সোহেল, আতাউর রহমান আতা, নাজমুল ইসলাম, শাহ আলম, আসাদ মিয়া রোকন, সুমন আহমদ বিপ্লব, মাসুম পারভেজ, আল আমিন, ফখরুল আলম, আব্দুল মুহিম, এখলাছ উদ্দিন, গিয়াস উদ্দিন, শায়েস্তা হুসাইন, ফখর উদ্দিন, শামসুক হক মসুদ, মিছবাহ উদ্দিন ইমন, মাসুম আহমদ শামীম প্রমুখ।