• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইন করলো বিএসএফ

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ২৭, ২০২৫
জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইন করলো বিএসএফ

সোনালী ডেস্ক:

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ লালাখাল বিওপি’র একটি টহল দল বাগছড়া নামক স্থান থেকে ১৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের জালিয়াখোলা বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্তের মেইন পিলার ১৩০১ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করিয়ে দেওয়া হয় এই রোহিঙ্গাদের। সীমান্ত টহলে থাকা বিজিবি সদস্যরা বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক, যাদের FDMN (Forcibly Displaced Myanmar Nationals) হিসেবে চিহ্নিত করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ, ৪ জন নারী, ৩ জন ছেলে শিশু এবং ৩ জন মেয়ে শিশু।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত দিয়ে রোহিঙ্গা পুশইন ঠেকাতে আমাদের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমরা ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।

তিনি আরও জানান, আটককৃতদের সঠিক পরিচয় যাচাই শেষে আইনি প্রক্রিয়ায় নিকটস্থ থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে অনুপ্রবেশ রোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

বিজিবির দ্রুত পদক্ষেপ এবং সুশৃঙ্খল তৎপরতায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।