• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কেক পাঠিয়ে প্রধান উপদেষ্টাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ২৮, ২০২৫
কেক পাঠিয়ে প্রধান উপদেষ্টাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

সোনালী ডেস্ক:

৮৫তম জন্মদিন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে তার জন্য ফুল ও কেক পাঠালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় যমুনায় গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ফুল এবং কেক পৌঁছে দেন। প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম এগুলো গ্রহণ করেন।

এ সময় তারেক রহমানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।