সোনালী ডেস্ক:
সিলেটে গেল ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত না হলেও একজনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে ৬৯ বছর বয়সী ওই ব্যক্তি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২২ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। এ নিয়ে এখন পর্যন্ত সিলেটে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জন। এই সময়ে করোনা পরীক্ষার জন্য ২৯৮টি নমুনা সংগ্রহ করা হয়।
আক্রান্তদের মধ্যে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩ জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১জন, আল হারামাইন হাসপাতালে ১জন এবং ইবনে সিনা হাসপাতাল ২ জন ভর্তি রয়েছেন।এদিকে, একই সময়ে সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুন পর্যন্ত সিলেট জেলায় মোট ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
সিলেটে গেল ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত না হলেও একজনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে ৬৯ বছর বয়সী ওই ব্যক্তি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২২ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। এ নিয়ে এখন পর্যন্ত সিলেটে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জন। এই সময়ে করোনা পরীক্ষার জন্য ২৯৮টি নমুনা সংগ্রহ করা হয়।
আক্রান্তদের মধ্যে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩ জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১জন, আল হারামাইন হাসপাতালে ১জন এবং ইবনে সিনা হাসপাতাল ২ জন ভর্তি রয়েছেন।এদিকে, একই সময়ে সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুন পর্যন্ত সিলেট জেলায় মোট ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।