সোনালী ডেস্ক:
সুনামগঞ্জ সদর উপজেলার ট্রাফিক পয়েন্ট এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় দুই ভাইকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ছোট ভাই ইসমাইলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যমতে, ট্রাফিক পয়েন্ট এলাকায় দীর্ঘদিন ধরে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন আলামিন ও তার ছোট ভাই ইসমাইল। ঘটনার দিন বিকেলে শহরের উত্তর আরপিন নগর এলাকার জসিম মিয়ার ছেলে রুহেল ও তার সহযোগী সুহেল এসে দুই ভাইয়ের কাছে ২০০ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দুইজন ধারালো ছুরি নিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালায়।
হামলায় আলামিন ও ইসমাইল দুইজনই রক্তাক্ত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানান, ইসমাইলের পেটে ও বুকে ছুরির গুরুতর আঘাত থাকায় তার অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আহত আল আমিন জানান, আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম আমার ভাই আমাকে ডাক দিয়ে থামান। কিন্তু তারা যে চাকু নিয়ে বসে আছে আমরা জানতাম না। কিছু বুঝার আগেই রুহেলসহ আরও তিন চার জন মারধর শুরু করে দেয়। আমার ভাই ও আমার সঙ্গে হওয়া অন্যায়ের বিচার চাই।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ইসমাইলের পেট ও বুকে ছুরির গভীর ক্ষত রয়েছে। রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় আমরা তাকে দ্রুত সিলেটে রেফার করি।
এ ঘটনায় এলাকায় শহরে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।