
সোনালী ডেস্ক:
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় মারা গেছেন বিমানটির পাইলটও। ইউক্রেনীয় বিমানবাহিনীর বরাতে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
রবিবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, আজ রাতে শত্রুর (রাশিয়ার) বিশাল বিমান হামলা প্রতিহত করার সময় এফ-১৬ বিমানে প্রথম শ্রেণির একজন পাইলট মারা যান। ১৯৯৩ সালে জন্মগ্রহণকারী ওই পাইলটের নাম মাকসিম উস্তিমেনকো। পদমর্যাদায় তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল।
এক পৃথক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ৫৩৭টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে। যার মধ্যে শাহেদ ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ইউক্রেন দাবি করেছে, তারা এর মধ্যে ৪৭৫টি প্রতিহত করেছে।
কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট’ সংবাদপত্রের মতে, দক্ষিণ মাইকোলাইভ, দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া এবং পশ্চিম লভিভসহ দেশজুড়ে একাধিক এলাকায় বিস্ফোরণ এবং হামলার শব্দ শোনা গেছে।
মধ্য ইউক্রেনের চেরকাসি অঞ্চলের গভর্নর ইহোর তাবুরেটস বলেছেন, হামলায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় তিনটি বহুতল ভবন এবং একটি কলেজও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চল মাইকোলাইভ এবং মধ্য ডনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পুড়ে যাওয়া দেয়াল এবং ভাঙা জানালাসহ বহুতল আবাসিক ভবনের ছবি প্রকাশ করেছে এবং উদ্ধারকারীরা লোকজনদের সরিয়ে নিচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী কুরস্ক এবং রোস্তভ সীমান্তবর্তী অঞ্চলে এবং ইউক্রেনের সংযুক্ত ক্রিমিয়ান উপদ্বীপে তিনটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।