
সোনালী ডেস্ক:
হবিগঞ্জ, নবীগঞ্জ উপজেলার দিনারপুর বনগাঁও সৈয়দ বাড়ি নিবাসী রুপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ খায়রুল মজিদ লেবু’র (৭৪) পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। রোববার (২৯ জুন) বাদ জোহর শাহজালাল(রঃ) প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
রাষ্ট্রের পক্ষে সিলেট সদর সহকারী ভূমি কর্মকর্তা সরকার মামুনুর রশিদ সালাম গ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ খায়রুল মজিদ এর মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন। কতোয়ালী থানার এস আই আজবার আলী‘র নেতৃত্বে পুলিশ লাইনের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুণ সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে শাহজালাল(রঃ) এর মাজার প্রাঙ্গণে জানাজা সম্পন্ন করা হয়।
জানাজা শেষে একই কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, মুক্তিযোদ্ধা হাজী রইছ আলী, মুক্তিযোদ্ধা মকলিছুর রহমান, মুক্তিযোদ্ধা মছদ্দর আলী, কলমদর আলী, মুক্তিযোদ্ধা নিরন্দ্র নাথ প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ খায়রুল মজিদ নিজ বাসভবনে নগরীর রায়নগর প্রত্যয় ৫২ শনিবার ২৮ জুন দিবাগত রাত আড়াই ঘটিকায় মৃত্যুবরণ করেন। মরহুম সৈয়দ খায়রুল মজিদ স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।