সোনালী ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমায় গ্রিন লাইন বাস থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এছাড়া মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। রোববার (২৯ জুন) দিবাগত রাত ১১টার দিকে দক্ষিণ সুরমা থানার পিরোজপুর এলাকায় থানার মূল গেইট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- লক্ষীপুরের বিল্লাল (২৮) ও মুন্সিগঞ্জের রতন মিয়া (৪৮)। বর্তমানে নানা সিলেট নগরের কাজিটুলা এলাকার বাসিন্দা। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই অমিত সাহা।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এর অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।