সোনালী ডেস্ক:
নারী এশিয়ান কাপ বাছাইয়ে বড় আশা নিয়েই যায় বাংলাদেশ। যদিও ‘সি’ গ্রুপে তুর্কমেনিস্তানের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও বাহরাইন ও মিয়ানমারের চেয়ে ঢের পিছিয়ে ছিল জয়িতারা। বাহরাইনের চেয়ে ৩৬ ধাপ আর মিয়ানমারের চেয়ে পিছিয়ে ৭৩ ধাপ। বড় এই দুই শক্তিকে টপকে গ্রুপসেরা হয়ে এশিয়ান কাপে জায়গা করে নেওয়া তাই বেশ বড় চ্যালেঞ্জই ছিল।
বাংলাদেশ বাহরাইনের বিপক্ষে প্রথম চ্যালেঞ্জ জয় করে বেশ দাপটের সঙ্গেই। ৭-০ গোলে উড়িয়ে দেয় মধ্যপ্রাচ্যের মেয়েদের। পরের ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে দেয় ২-১ গোলে। এর মাধ্যমেই নিশ্চিত হয় এশিয়ান কাপ।
বাংলাদেশের এই মধুর যাত্রায় সবচেয়ে বড় তারকার নাম ঋতুপর্ণা চাকমা। প্রথম ম্যাচে এক গোল দিয়ে আলোচনায় থাকলেও সব আলো নিজের করে নেন দ্বিতীয় ম্যাচে। মিয়ানমারের বিপক্ষে নান্দনিক দুইটি গোল করেন রাঙামাটির এই সন্তান। সন্তানের এই সাফল্যে ঋতুপর্ণার অসুস্থ মা’ও পেয়েছিলেন সুস্থতার অনুভূতি। ইয়াঙ্গুন থেকে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ঋতুপর্ণা জানিয়েছেন এ কথা।
ঋতুপর্ণা বলেন, (মিয়ানমারের বিপক্ষে) জেতার পর মাকে কল দিয়েছি। পরিবারের সবাইকে। তারা সবাই খুব খুশি। দুটি গোল করেছি, মা তো একটু অসুস্থ। আমার গোল করার কথা শুনে সে অনেক খুশি, বলছিল যে তার আর নিজেকে অসুস্থ লাগছে না।
এশিয়ান কাপে ওঠার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ঋতুপর্ণা বলেন, এই অনুভূতি আসলে বলে প্রকাশ করতে পারব না। আমরা যখন জানতে পারি যে আমরা কোয়ালিফাই করেছি, এটা আসলে কল্পনার বাইরে ছিল। আমরা বহু বছর পর এত কষ্ট করে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছি। এটা আমাদের জন্য বড় অর্জন।
তুর্কমেনিস্তানের বিপক্ষে আগামীকাল গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের পরই উদযাপনটা করতে চান ঋতুপর্ণারা, আমরা এখনো উদ্যাপন করিনি। আরেকটা ম্যাচ আছে। তারপর উদ্যাপন করার পরিকল্পনা আছে।