• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পবিত্র আশুরা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় সাহস জোগাবে : প্রধান উপদেষ্টা

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুলাই ৫, ২০২৫
পবিত্র আশুরা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় সাহস জোগাবে : প্রধান উপদেষ্টা

সোনালী ডেস্ক:

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে। শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

বাণীতে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‌ পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল হজরত মুহাম্মদ (স.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (র.) এবং কারবালার প্রান্তরে শাহাদতবরণকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তিনি আরও বলেন, ইসলাম হচ্ছে সত্য, ন্যায় ও শান্তির ধর্ম। এই মহান আদর্শ রক্ষার জন্য হিজরি ৬১ সনের ১০ মহররম হজরত ইমাম হোসেন (র.), তাঁর পরিবার এবং ঘনিষ্ঠ অনুসারীরা বিশ্বাসঘাতক ইয়াজিদের বাহিনীর হাতে কারবালায় শাহাদতবরণ করেন।

ড. ইউনূস বলেন,  অত্যাচারীর অন্যায় ও অবিচারের বিরুদ্ধে যেভাবে ইমাম হোসেন (র.) রুখে দাঁড়িয়েছেন, তা মানবতার ইতিহাসে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

কারবালার বিয়োগাত্মক ঘটনার পাশাপাশি আশুরার দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন,

এই দিনে আল্লাহ বহু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত করেছেন। হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ (স.) আশুরা উপলক্ষ্যে দুটি রোজা পালনের ওপর গুরুত্ব দিয়েছেন।

বাণীর শেষভাগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আহ্বান জানান,  আসুন, আমরা পবিত্র আশুরার মহিমা হৃদয়ে ধারণ করে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বেশি বেশি নেক আমল করি। সমাজে ন্যায়, সাম্য ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও সমৃদ্ধি কামনা করি।