• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে শীর্ষ নেতৃবৃন্দের সফর’ সফলে প্রস্তুত বিএনপি: খন্দকার আব্দুল মুক্তাদির

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুলাই ৬, ২০২৫
সিলেটে শীর্ষ নেতৃবৃন্দের সফর’ সফলে প্রস্তুত বিএনপি: খন্দকার আব্দুল মুক্তাদির

সোনালী ডেস্ক:

সিলেটে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভায় যোগ দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এই দোয়া মাহফিল ও আলোচনা সভা সফলে সিলেটের বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। রবিবার বিকেলে সিলেট মহানগীরর পাঠানটুলাস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্টিত এক মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। মতবিনিময় সভায় জানানো হয় সিলেটের এ দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে এমএ মালিকের আগ্রহে এবং জেলা ও মহানগর বিএনপির উদ্যোগ। ইতিমধ্যে প্রয়োজনীয় প্রচারণা শেষ।

খন্দকার আব্দুল মুক্তাদির সন্তোষ প্রকাশ করে বলেন, গত প্রায় সপ্তাহখানেক ধরে যে প্রচারণা চালানো হয়েছে তা যথেষ্ট। আমরা এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অবশ্যই সফল হবে।

তিনি বলেন, বৃষ্টির কারণে ৫০ হাজার বা একলাখ লোকের সমাগম করা যেতে পারে এমন কোনো খোলামেলা জায়গায়  আমরা আলোচনা সভার আয়োজন করতে পারিনি। আমাদের সামনে এই সানরাইজ কমিউনিটি সেন্টার ছাড়া অন্যকোনো সুযোগ ছিলনা। আমি আশা করি, এখানেই বিএনপি নেতাকর্মীদের নিয়ে দোয়া ও আলোচনা সভা সফল করা সম্ভব।

তিনি আরও বলেন, দোয়া ও আলোচনা সভা শেষে সিলেটের অভিজাত হোটেল স্টার প্যাসিফিকে জুলাই গণহত্যার শিকার শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হবে। বিএনপি মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীরের আগ্রহেই এ সম্মাননা অনুষ্টানের আয়োজন করা হচ্ছে।