• ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে চীন

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুলাই ৮, ২০২৫
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে চীন

সোনালী ডেস্ক:

ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে চীন।যেগুলো ইতিমধ্যে ইরানে এসে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মঙ্গলবার এক আরব কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানান, চীন থেকে সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইরান।

নাম প্রকাশ না করার শর্তে আরেকজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের যেসব আরব মিত্র দেশ রয়েছে, তারা ইরান-চীনের এই সামরিক সহায়তা নিয়ে অবগত। এ ছাড়া ইরান যে চীনের সহায়তা পাচ্ছে সেটি যুক্তরাষ্ট্রকেও জানিয়েছে তারা। চীন থেকে ইরান কতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে সেটি নিশ্চিত করে জানা যায়নি।

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের অনেক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থা ধ্বংস হয়। যুদ্ধবিরতির পরই বেইজিং তেহরানে এগুলো পাঠানো শুরু করে। এক আরব কর্মকর্তা জানিয়েছেন, তেল দিয়ে এসব প্রতিরক্ষা ব্যবস্থার দাম দিচ্ছে ইরান। অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থার বদলে ইরানের কাছ থেকে তেল নিচ্ছে চীনারা।