
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বুধবার রাত ৮টার দিকে তিনি হাসপাতালটিতে পৌঁছান। এর আগে আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশে বের হন তিনি। বেগম খালেদা জিয়া গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন। শুরুতে তিনি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হয়ে চিকিৎসা নেন। ১৭ দিনের ক্লিনিক-পর্ব শেষে লন্ডনে থাকা ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন তিনি। লন্ডনে ১১৭ দিনের দীর্ঘ চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। এরপর থেকে তিনি গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় থাকলেও সশরীরে রাজনৈতিক কোনো কার্যক্রমে অংশ নিতে দেখা যায়নি তাকে।