
ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনো এক বছর বাকি। টুর্নামেন্টের মূলপর্বে কারা খেলবে, সেখানে সব দলের নামই চূড়ান্ত হয়নি। অথচ, সূচি ঘোষণা করে দিল আইসিসি। যেখানে একই গ্রুপে পড়েছে সম্প্রতি সংঘাতে জড়ানো দুই দেশ ভারত ও পাকিস্তান। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম এই আসরের উদ্বোধনী ম্যাচ হবে ১২ জুন। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। ইংল্যান্ডের সাত ভেন্যুতে ২৪ দিনে হবে ৩৩ ম্যাচ। এবার অংশ নেবে ১২টি দল। যদিও সবশেষ ছয় আসরে ১০টি দল এই টুর্নামেন্টে খেলেছে। এখনো পর্যন্ত টুর্নামেন্টে নিশ্চিত হয়েছে ৮টি দল। আয়োজক হিসেবে সরাসরি খেলবে ইংল্যান্ড। ২০২৪ সালে সর্বশেষ আসরের পারফরম্যান্স বিবেচনায় জায়গা পেয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। আর র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে সুযোগ পেয়েছে শ্রীলংকা ও পাকিস্তান। টুর্নামেন্টের ভেন্যুগুলো হলো-লন্ডনের লর্ডস ও ওভাল, বার্মিংহামের এজবাস্টন, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড, লিডসের হেডিংলি, সাউদাম্পটনের রোজ বোল ও ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ড। আগামী বছরের ওই বিশ্বকাপে প্রতি গ্রুপে ছয়টি করে দল খেলবে। গ্রুপ ১–এ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দেবে বাছাই পেরিয়ে আসা দুই দল। একইভাবে গ্রুপ ২-এ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার সঙ্গে যোগ দেবে বাছাই পেরিয়ে আসা আরও দুই দল। বাকি ৪ দল হিসেবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য বাছাইপর্ব খেলবে ১০ দল। দুই গ্রুপে পাঁচটি করে দল খেলবে। শীর্ষ দুটি করে দল বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাবে। এরই মধ্যে বাছাইপর্বে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, নেপাল, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের। আগামী বছরের শুরুর দিকে বাছাইয়ের ম্যাচগুলো হবে নেপালে।