• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ১৯, ২০২৫
আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫

বৃহস্পতিবার (১৯ জুন) সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। আটক ব্যক্তিরা হলেন মো. নুর আলী (৩৯), সুজন দাস (২৫), হোটেল ম্যানেজার মো. আলাউদ্দিন (৫০), রোশনা (২৬) ও সঞ্জিতা তাঁতী (২২)। পুলিশ জানায়, গতকাল বুধবার সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ‘তালহা রেস্ট হাউস’ আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ২০৫ নং ও ২০৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তিন পুরুষ ও দুই নারীকে আটক করা হয়। মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।