
মৌলভীবাজার শ্রীমঙ্গলে অবৈধ ভাবে উত্তোলিত বালুসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় অবৈধ বালু কারবারের সাথে জড়িত একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে শ্রীমঙ্গল থানার এসআই (নিঃ) সুজন কান্তি পাল এর নেতৃত্ব পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ভুনবীর ইউনিয়নের আলীশারকুল এলাকা থেকে অবৈধ ভাবে উত্তোলিত ১০০ ঘনফুট বালু ভর্তি একটি ট্রাক জব্দ করে। এ সময় অবৈধ বালু কারবারের সাথে জড়িত সিন্দুরখাঁন ইউনিয়নের গুলগাঁও গ্রামের জহুর আলীর ছেলে মো. খলিল মিয়াকে আটক করে পুলিশ। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন সরকারি ছড়া ও জমি হইতে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে আসছে একটি চক্র। এ চক্রের একজনকে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়েরর পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।