• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

মাছের পোনার গুণগত মান ও উৎপাদন বৃদ্ধিতে নতুন প্রকল্প গ্রহণ

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ২১, ২০২৫
মাছের পোনার গুণগত মান ও উৎপাদন বৃদ্ধিতে নতুন প্রকল্প গ্রহণ

(শনিবার(২১জুন): মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ বলেছেন, আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করে মাছের পোনার গুণগতমান ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে উৎপাদন খরচ কমবে এবং চাষিরাও উপকৃত হবেন। শনিবার সিলেটে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। ড. মো. আবদুর রউফ আরোও বলেন, পঞ্চাশ ষাটের দশকে সরকারিভাবে নির্মিত মৎস্য খামারগুলোর অবকাঠামোগত সংস্কার প্রয়োজন। উত্তম মাছ চাষ ব্যবস্থাপনার পাশাপাশি যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে মৎস্য চাষের আধুনিকায়নের মাধ্যমে এ খাতে বিপ্লব ঘটানো সম্ভব। এছাড়া মৎস্য সম্পদ রক্ষায় জলবায়ু  পরিবর্তনের প্রভাব মোকাবেলার উপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি কর্মশালায় আগত জেলার মৎস্য খামারীদের বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধানের ব্যাপারে আশ্বাস প্রদান করেন। বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (১ম পর্যায়) অধীনে জেলা পর্যায়ের আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়। অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মো. আসাদুল বাকীর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান। সিলেট বিভাগীয় অফিসের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামানের সঞ্চালনায় মুক্ত আলোচনায় খামার মালিক, উদ্যোক্তা, মৎসজীবী, মৎস্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ এতে অংশ নেন। শুরুতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।