• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

মিয়ানমার সফরে বাংলাদেশ দলে ৩টি পরিবর্তন

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ২৪, ২০২৫
মিয়ানমার সফরে বাংলাদেশ দলে ৩টি পরিবর্তন

সোনালী ডেস্ক:

এশিয়ান কাপ বাছাইয়ের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, তিন পরিবর্তন নিয়ে মিয়ানমার রওনা বাংলাদেশ নারী দল

জর্ডান সফরে দুই ম্যাচে আশাব্যঞ্জক পারফরম্যান্সের পর এবার সামনে এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ের মূল লড়াই। সেই লড়াইয়ের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। দল মঙ্গলবার রাতেই মিয়ানমারের উদ্দেশে যাত্রা করার কথা।

(সি) গ্রুপে থাকা বাংলাদেশের বাছাইপর্ব শুরু হবে আগামী ৩০ জুন, প্রতিপক্ষ র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাহরাইন (৯২তম)। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১২৮তম হলেও, আত্মবিশ্বাসে ঘাটতি নেই দলের।

ঘোষিত স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছেন বাটলার। দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি। তাদের পরিবর্তে দলে ফিরেছেন গোলরক্ষক মিলি আক্তার ও স্বর্ণা রানী এবং ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন।

জর্ডান সফরে বাংলাদেশের পারফরম্যান্স নজর কাড়ে। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর স্বাগতিক জর্ডানের বিপক্ষে ২-২ গোলের রোমাঞ্চকর ড্র করে দল। এই সাফল্যের আত্মবিশ্বাস নিয়েই এবার বাছাইপর্বে নামছে সাফ চ্যাম্পিয়নরা।

বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী দুটি ম্যাচ যথাক্রমে ২ জুলাই স্বাগতিক ও র‌্যাঙ্কিংয়ে ৫৫ নম্বরে থাকা শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে, এবং ৫ জুলাই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের (র‌্যাঙ্কিং ১৪১) বিপক্ষে।

২৩ জনের বাংলাদেশ দল:

গোলরক্ষক: ‎রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল

ডিফেন্ডার: ‎শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফিদা খন্দকার, জয়নব বিবি, নিলুফা ইয়াসমিন ‎মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার

ফরোয়ার্ড: ‎ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাগরিকা, শাহেদা আক্তার রিপা, সুরভী আকন্দ প্রীতি, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।