• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

গ্লোবাল স্টারের খোঁজে বাফুফে, ট্রায়ালে অংশ নেবেন ৫২ জন ১৪ দেশের

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ২৫, ২০২৫
গ্লোবাল স্টারের খোঁজে বাফুফে, ট্রায়ালে অংশ নেবেন ৫২ জন ১৪ দেশের

সোনালী ডেস্ক:

বাংলাদেশের ফুটবলে শুরু হয়েছে নতুন জোয়ার। মূলত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী যোগ দেওয়ার পরই শুরু হয় এমন জোয়ার। তিনি আসর পরই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলাররা উদ্বুদ্ধ হয়েছেন দেশের হয়ে খেলতে। সে কারণেই ২৮-৩০ জুন ট্রায়ালের ব্যবস্থা করেছে বাফুফে। এই ট্রায়ালে অংশ নেবেন মোট ৫২ জন প্রবাসী ফুটবলার ১৪ দেশের ।

২৮ থেকে ৩০ জুন পর্যন্ত যে ট্রায়াল হবে, সেই ট্রায়ালের নামকরণ করা হয়েছ ‘বাফুফে নেক্সট গ্লোবাল স্টারস’। বুধবার (২৫ জুন) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের শুরুতে নামকরণ নিয়ে প্রশ্ন করা হলে এর ব্যাখ্যায় বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী বলেন, প্রবাসী ও স্থানীয় উভয় ফুটবলারদের সমান গুরুত্ব দিয়েই কাজ করছে বাফুফে।

আমরা প্রবাসী ও স্থানীয় উভয় ফুটবলারদের সমান গুরুত্ব দিয়েই কাজ করছি। প্রবাসীরা বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী। তারা নিজেদের খরচে দেশে আসছে। আমাদের টেকনিক্যাল বিশেষজ্ঞরা তাদের ট্রায়াল নেবেন। আবার আমরা স্থানীয়দের নিয়েও বিভিন্ন ট্রায়াল, ফেস্টিভ্যাল ও টুর্নামেন্ট করছি। আমরা চাই আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের তুলে আনতে। আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত। সবচেয়ে বেশি সংখ্যক ২০ জন যুক্তরাজ্য, ১৪ জন আমেরিকার, সুইডেনের ৫ জন, কানাডার ২জন, ফিনল্যান্ড, বেলজিয়াম, ওয়েলস, ইতালি, মালয়েশিয়া, এস্তোনিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও অস্ট্রিয়া থেকে একজন করে আসছেন। এই ফুটবলারদের প্রথম দুইদিন দুই সেশন করে ট্রায়াল নেওয়া হবে। ৩০ জুন তৃতীয় দিন বিকেলে ৯০ মিনিটের একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলানো হবে নিজেদের মধ্যে। ট্রায়াল প্রক্রিয়া নিয়ে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু বলেন, ‘তিন দিন ট্রায়ালের জন্য যথেষ্ট সময়। প্রত্যেক ফুটবলার অন্তত ৬০ মিনিট খেলার সুযোগ পাবে। দেশের শীর্ষ লেভেলের কোচ মারুফুল হক, মিন্টু, আলফাজ, রক্সিসহ বাফুফের ডেভলপমেন্ট কমিটির সদস্য সাবেক জাতীয় ফুটবলার ছাইদ হাসান কানন পারফরম্যান্স ইভালুয়েশন প্যানেলে থাকবেন; আমিও থাকবো সাথে। সবার মতামতের প্রেক্ষিতে বাছাই প্রক্রিয়া হবে।