• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ৬৯৯৩১ শিক্ষার্থী

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ২৬, ২০২৫
সিলেটে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ৬৯৯৩১ শিক্ষার্থী

সোনালী ডেস্ক:
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সিলেটে এইচএসসি ও সমমানের পরীক্ষায় শুরু হয়েছে। এবছর সিলেট শিক্ষা বোর্ডের ৩২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯,৯৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে ৮৮টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়েছে। যা শেষ হবে দুপুর ১টায়। এদিকে প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ২৮ হাজার ১৫ জন ছেলে এবং ৪১ হাজার ৯১৬জন মেয়ে শিক্ষার্থী রয়েছেন। গত বছরের তুলনায় এবার সিলেট বোর্ডে পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ২৩৪। গেল বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৩ হাজার ১৬৫ জন।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী  বলেন, আমরা নকলমুক্ত সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের নির্দেশে কঠোর অবস্থানে রয়েছি। আশা করি কোন ধরণের সমস্যা ছাড়ায় পরীক্ষা সম্পন্ন হবে। বোর্ড থেকে সার্বিক সহায়তায় একটি কন্ট্রোল রুম রয়েছে। এছাড়া সার্বিক সহায়তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

এদিকে, দেশে চলমান পরিস্থিতি ও করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের উর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষক ও পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও পরীক্ষাকেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখাসহ সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে চলার কথা এই নির্দেশনায় বলা হয়েছে।

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, যেহেতু দেশে করোনার প্রভার রয়েছে, তাই আমরা পরীক্ষা কেন্দ্রে সকলকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছি। কেন্দ্রের বাইরে প্রবেশপথে হ্যান্ড সেনিটাইজার রাখতে বলেছি।

ডেঙ্গু আক্রান্তের বিষয়ে তিনি বলেন, আমরা ডেঙ্গু নিয়েও সচেতন আছি। পরীক্ষা কেন্দ্রগুলোর চারপাশ পরিষ্কার রাখতে নির্দেশ দিয়েছি। এছাড়া মশা নিধনের ঔষধ ছিটানোর জন্য পদক্ষেপ নিতে বলেছি।