
সোনালী ডেস্ক:
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথপুর উপজেলা শাখার সক্রিয় সদস্যসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরেক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৭ জুন) জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা নেতৃত্বে এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই মো. লুৎফর রহমান, এসআই নুর উদ্দিন আহমেদ, এসআই শাহ আলম সহ একদল পুলিশ উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা শাখা সক্রিয় সদস্য জগন্নাথপুর থানার ২০২৪ সালের তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ইকবাল হোসেন (২৬)-কে গ্রেফতার করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা শাখার সক্রিয় সদস্য সহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরেক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।