
সোনালী ডেস্ক:
ঞ্জন আগেই রটেছিল। এবার তা সত্য হলো। সাদা পোশাকের নেতৃত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই এই ঘোষণা দিলেন তিনি। শনিবার কলম্বো টেস্টের পর সংবাদ সম্মেলনে এসে এই ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত।
এসময় নাজমুল হোসেন শান্ত বলেন, আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না। দলের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে তিনি বলেন, আমি একটা জিনিস সবাইকে ক্লিয়ারলি মেসেজটা দিতে চাই যে এটা ব্যক্তিগত কিছু না। দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নেয়া। এটাতে দলের ভালো কিছু হবে বলে আমি মনে করি।