• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ হাজি

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ২৮, ২০২৫
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ হাজি

সোনালী ডেস্ক:

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৫৬ হাজার ৭৪৮ জন হাজি দেশে ফিরেছেন। ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫১ হাজার ৭৪১ জন। শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।

হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা যুক্ত রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরেছেন ২৪ হাজার ৯৭২ জন, সৌদি এয়ারলাইন্স ২৩ হাজার ও ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজি।

এ পর্যন্ত ১৪৯টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৬টি ও সৌদি এয়ারলাইন্স ৬০টি ফ্লাইট পরিচালনা করেছে, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।

এবারেরর হজ পালনের সময় ৪১ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যুর কারণগুলোর মধ্যে বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা ছিল প্রধান।

চলতি বছরের হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। আর ফিরতি হজ ফ্লাইট গত ১০ জুন থেকে শুরু হয়েছে, যা আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।