• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

প্রথম জাতীয় ব্লাড অলিম্পিয়াডে সিকৃবি’র ঈগল এলিট দলের সফলতা শিক্ষার্থীদের গঠনমূলক কার্যক্রমে আংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: সিকৃবি ভিসি

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুন ৩০, ২০২৫
প্রথম জাতীয় ব্লাড অলিম্পিয়াডে সিকৃবি’র ঈগল এলিট দলের সফলতা শিক্ষার্থীদের গঠনমূলক কার্যক্রমে আংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: সিকৃবি ভিসি

সোনালী ডেস্ক:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ঈগল এলিট দল প্রথম জাতীয় ব্লাড অলিম্পিয়াড-২০২৫-এ ২য় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে। সোমবার (৩০ জুন) ঈগল এলিট দলের সদস্যরা সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম দলটির এই গৌরবময় অর্জনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, জাতীয় পর্যায়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে সফলভাবে উপস্থাপন করায় আমরা অত্যন্ত গর্বিত। এ অর্জন শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, পুরো সিলেট অঞ্চলের জন্যও সম্মানের। আমি আশা করি, ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা এ ধরনের গঠনমূলক ও প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম আরও উজ্জ্বল করবে।

সাক্ষাৎকালে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ সামিউল আহসান তালুকদার উপস্থিত ছিলেন এবং দলটির এই সাফল্যকে বিশ্ববিদ্যালয়ের এক ইতিবাচক অর্জন হিসেবে উল্লেখ করেন। উল্লেখ্য, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন এর আয়োজনে অনুষ্ঠিত এবারের অলিম্পিয়াডে দেশের ৬১টি জেলার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ২৬০টি দল অংশগ্রহণ করে।

চূড়ান্ত পর্ব ২৭ জুন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় । সেখানে ঈগল এলিট দল ২য় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, মেডেল ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।