• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

সমস্যার জাল ছিন্ন করে সম্ভাবনার দ্বার খুলতে চাই: আনোয়ার হোসেন খান

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুলাই ১, ২০২৫
সমস্যার জাল ছিন্ন করে সম্ভাবনার দ্বার খুলতে চাই: আনোয়ার হোসেন খান

সোনালী ডেস্ক:

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান জকিগঞ্জের নদীভাঙন, স্বাস্থ্যসেবা সংকট ও ভাঙাচোরা সড়ক যেন মানুষকে বন্দি করে রেখেছে দুর্ভোগের এক অদৃশ্য কারাগারে। আমি এই দুর্ভোগ লাঘবে জনতার কণ্ঠস্বর হতে চাই। এক হৃদয়স্পর্শী বক্তব্যে এসব কথা বলেন। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে জকিগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সভায় তিনি বলেন, নদীভাঙনের করাল গ্রাসে শত শত মানুষ বসতভিটা হারাচ্ছেন। স্বাস্থ্যসেবা যেন আছে বলেই নেই—চিকিৎসক নেই, ওষুধ নেই, ব্যবস্থাপনাও নেই। সরকারি বিভিন্ন দপ্তরে জনবল সংকটও নাগরিক সেবা বাধাগ্রস্ত করছে। এসব সমস্যার সমাধানে আমি শুধু নির্বাচনী আশ্বাস দিতে আসিনি—আমি ইতোমধ্যে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছি। হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনারা জাতির দর্পণ। আপনাদের লেখনী বদলে দিতে পারে একটি জনপদের ভাগ্য। আমি চাই, আপনাদের সহযোগিতায় জনমানুষের পাশে দাঁড়াতে।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা জালাল উদ্দীন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি সারওয়ার হোসেন। উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার লস্কর, সুরা সদস্য মুহিব আহমদ চৌধুরী জামিল, উত্তর শিবির সভাপতি নাজির আহমদ আফজাল, জামায়াত যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, শিবির উত্তর সেক্রেটারি ফজল আহমদ এবং জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলোর দিক তুলে ধরে বলেন, জকিগঞ্জ এক সম্ভাবনার নাম—শুধু প্রয়োজন আন্তরিক উদ্যোগ ও দায়িত্বশীল নেতৃত্ব।