• ২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সফর, ১৪৪৭ হিজরি

প্রধান উপদেষ্টাকে সিইসি, ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুলাই ১, ২০২৫
প্রধান উপদেষ্টাকে সিইসি, ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি

সোনালী ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, গত বৃহস্পতিবার (২৬ জুন) প্রধান উপদেষ্টার সঙ্গে আমার সৌজন্য সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টা জাতিকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দিতে চান। উনি আমাদের প্রস্তুতি আছে কিনা জানতে চেয়েছেন। উনাকে জানিয়েছি, আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেন, নানাবিধ চ্যালেঞ্জের মধ্যেই আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। সরকার চায়, আমরা যেন ইলেকশনটা করতে পারি। তবে সেখানে (প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে) নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের তারিখ ও শিডিউল আপনারা নির্বাচন কমিশন থেকেই জানতে পারবেন।