• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে আরও ২৩ জন পুশ-ইন

দৈনিক সোনালী সিলেট
প্রকাশিত জুলাই ৩, ২০২৫
শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে আরও ২৩ জন পুশ-ইন

সোনালী ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউনিয়নের কাকমারাছড়া ভারতীয় সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  তাদের মধ্যে ৯ জন শিশু, ৯ নারী ও ৫ জন পুরুষ রয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোরে বিজিবি থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। তবে আমাদের কাছে এখনো হস্তান্তর করা হয়নি। আমাদের কাছে হস্তান্তর করলে নাম-ঠিকানা জানা যাবে।

ভোরে উপজেলার কাকমারা সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির একটি সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকা দিয়ে এই ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। পরে বিজিবি বিষয়টি জানতে পেরে তাদের আটক করে কাকমারা সীমান্ত এলাকায় তাদের বিওপিতে নিয়ে রাখে।

এদিকে বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত এলাকা থেকে ৪৮ জনকে এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকমারা বিওপি সীমান্ত এলাকা জাম্বুরাছড়া থেকে ২৩ জনসহ মোট ৭২ জনকে আটক করা হয়েছে।